আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৫৯

যশোরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে তিন যুবক আটক।

যশোরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে তিন যুবক আটক হয়েছেন।

বুধবার সকালে যশোর ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে কোতোয়ালি থানা পুলিশের ওসি মো. আব্দুর রাজ্জাক জানান।

আটকরা হলেন- জামালপুরের সরিষাবাড়িয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের শিপন মিয়া রাসেল (২২), শেরপুরের শ্রীবরদী উপজেলার গরজোরিপা গ্রামের শামীমুল হক (৩০) ও নেত্রকোনা সদর উপজেলার দূর্গাপুর গ্রামের সরোয়ার হোসেন (২৮)।
ওসি আব্দুর রাজ্জাক বলেন, বুধবার যশোর ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল-টিআরসি পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় পুলিশ কর্মকর্তারা প্রার্থীর নাম-পরিচয় ও ছবি যাচাই বাছাইকালে ওই তিনজনকে সন্দেহ হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দিতে আসার কথা তারা স্বীকার করেন।

আটকদের বিরুদ্ধে থানায় মামলার কথা জানান ওসি আব্দুর রাজ্জাক।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত