আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:২২

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন নি*হ*ত

 

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন শহরের পোস্ট অফিসপাড়ার আবদুস সাত্তারের ছেলে শিমুল হোসেন (৩০), কাজিপাড়ার আবদুল মান্নানের ছেলে খোকন (৩৫) ও উপশহর ৬ নম্বর সেক্টরের মনজুরুলের ছেলে আরমান (৩৫)।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭টার দিকে মোটারসাইকেলযোগে শিমুল ধর্মতলা থেকে চাঁচড়ার দিকে যাবার সময় এক পথচারিকে সাইড দিতে গিয়ে গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। একই সময়ে যশোর মাগুরা সড়কের মনোহরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার গাছে ধাক্কা খায়। এতে খোকন ও আরমান মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক সাইফুর রহমান জানান, তিনজনকেই তারা মৃত অবস্থায় পেয়েছেন। তাদের লাশ মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ