আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:০৮

যশোরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাহমুদুল ওরফে শিমুল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে সদর উপজেলার দেয়াড়া ফরিদপুর নতুন বাজার থেকে ফেনসিডিলসহ তাকে আটক করেন।

আটক শিমুল শার্শা উপজেলার কাশিপুর গ্রামের মৃত আমির মণ্ডলের ছেলে। কোতোয়ালি থানার এসআই কামাল হোসেন জানায়, পুলিশের কাছে গোপন খবর ছিলো ফরিদপুর বাজার থেকে ফেনসিডিল হাত বদল হচ্ছে।

এসময় পুলিশ অভিযান চালিয়ে বাজারের ব্যাগের ভেতর গামছা দিয়ে মোড়ানো অবস্থায় ৪৫ বোতল ফেনসিডিলসহ শিমুলকে আটক করেন। এসআই কামাল হোসেন জানায়, শিমুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। কোতয়ালি থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->