আজ - শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৭:০৭

যশোরে ফের আটজনের শরীরে ভারতে পাওয়া ধরন শনাক্ত

যশোরে স্থানীয় আটজন রোগীর শরীরে করোনাভাইরাসের ভারতে পাওয়া ধরণ শনাক্ত করা হয়েছে।

সোমবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদের স্বাক্ষরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

তবে এ রোগীদের ‘কারোরই ভারতে যাওয়ার কোনো সম্পর্ক বা ইতিহাস নেই’। তাদের সাতজন পুরুষ ও একজন নারী। সবার বয়স ৫৬ বছরের কম।

ড. ইকবালের নেতৃত্বে একদল গবেষক এ ধরণটি শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।

জিনোম সেন্টার থেকে আরও জানানো হয়েছে, গত ২৯ মে চারজনের নমুনা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে, তিনজনের নমুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এবং অপরজনের নমুনা ঝিকারগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের কাছে পাঠানো হয়।

তারা জানান, গত ৮ মে তাদের ল্যাবে দুজন রোগীর নমুনায় ভারতে পাওয়া ধরনটি প্রথম শনাক্ত হয়।

এ ল্যাবে ভারতফেরত মোট ৫৫০ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ আসে। এ রোগীদের মধ্যে সাতজনের শরীরে ভারতে পাওয়া ই.১.৬১৭.২ পাওয়া যায়। এ নিয়ে যশোরের ল্যাবে ভারতফেরত ও স্থানীয় মিলিয়ে মোট ১৫ জনের শরীরে এ ধরনটি শনাক্ত হল।

আরো সংবাদ