আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:০০

যশোরে ফের গৃহ চোর সিন্ডিকেটের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

খানজাহান আলী 24/7 নিউজ ডেস্ক।। যশোরে মামলার তদন্তে ফের দু’টি চোরাই ল্যাপটপসহ গৃহ চোর সিন্ডিকেটের আরো এক সদস্য কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

আটককৃত গৃহ চোর সিন্ডিকেটের ঐ সদস্য যশোরের সদর উপজেলার কাজীপাড়া কাঠালতলার রবিউল ইসলামের ছেলে মামুন হোসেন নিরব (২২)।

নিরব যশোর শহরের বিভিন্ন বাড়িতে গ্রীল কেটে, দরজা ভেঙ্গে, ভেন্টিলেটর ভেঙ্গে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল মোহাম্মদ বেলাল হোসাইনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/ মোঃ মফিজুল ইসলাম, পিপিএম সহ জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম আজ দুপুরে চোর চক্রের ঐ সদস্যকে গ্রেফতার করে স্বীকারোক্তি মতে ২ টি চোরাই ল্যাপটপ করে।

এর আগে তদন্তে নেমে গত ২৪ মে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গৃহ চোর সিন্ডিকেটের ৯ সদস্যকে গ্রেফতার করে প্রায়, ১৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৩৫০০ টাকা সহ স্বর্ণ গলানোর সরঞ্জাম উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ।

আরো সংবাদ