আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৫৯

যশোরে ফেসবুকে পরিচয়: দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

যশোরে সাগর হোসেন (৩২) নামে এক ঠিকাদারের বিরুদ্ধে  ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২১ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা মাঠের মধ্যে ঘটনাটি ঘটেছে।কিশোরী এখন যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।অভিযুক্ত সাগর হৈবতপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা

ভূক্তভুগি কিশোরী  জানায়, ফেসবুকে সাগরের সাথে আমার পরিচয় হয়। গত রাতে (২১আগস্ট) আমরা দুইজন দেখা করি। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর মাঠের মধ্যে নিয়ে আমাকে ধর্ষণ করে।

কিশোরীর মা জানান, হঠাৎ মেয়ে অসুস্থ হযে পরলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।

হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আব্দুস সামাদ বলেন, কিশোরীর শরীর থেকে নমুনা নেয়া হবে। রিপোর্ট আসার পরে বিস্তারিত জানানো হবে।

যশোর কোতয়ালী থানার এসআই জয়ন্ত বসু বলেন, ঘটনার সাথে জড়িত সাগরকে আটকের জন্য পুলিশ অভিযানে আছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত