যশোরের অভয়নগরের পায়রা ইউনিয়নের বারান্দী বিলে মোটরসাইকেল উল্টে পানির ভেতর পড়ে ঝরে গেল দুই যুবকের প্রাণ। আজ সোমবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার খুলনা মেডিকেলে নেয়ার পথে একজনের এবং হাসপাতালে পৌঁছানোর পর অপরজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন-খুলনার ফুলতলা উপজেলার দামোদর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে জিহাদ (২৬) ও অভয়নগরের কোটা গ্রামের আব্দুর রশিদের ছেলে আলী মল্লিক (২৮)।
পুলিশে সূত্রে জানা যায়-জিহাদ একটি এ্যাপাসি আর,টি,আর ১৫০ সিসির হলুদ রংয়ের মোটরসাইকেল ড্রাইভ করে ( যার রেজি নং খুলনা মেট্রো ল ১২-২৩৭১) জামিরা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা পায়রা ইউনিয়নের বারান্দী গ্রামের বিল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তা ছিটকে বিলের পানিতে পড়ে যায়। এ সময় তারা মাথা ও বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে চিকিৎসক সংকটাপন্ন অবস্থা বুঝতে পেরে তাদের খুলনা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন। খুলনা মেডিকেল কলেজ নেওয়ার পথে আলী মল্লিক মারা যান। অপরজন মোঃ জিহাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশ সত্যতা নিশ্চিত করে জানিয়েছে-সাইকেলটি থানা পুলিশের হেফাজতে আছে।
স্থানীয়দের ভাষ্যমতে-বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন নিহতরা। যেকারণে দুর্ঘটনায় তাদের জীবন গেল। এ বিষয়ে নিহতদের পরিবারের কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।