আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৪৫

যশোরে বাইক এক্সিডেন্টে প্রান গেলো ২ জনের।

যশোরের মনিরামপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী ইমন হোসেন (২০)।

আজ রোববার দুপুরে যশোর-চুকনগর সড়কের চালকিডাঙ্গা সিটিকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটেছে। নিহত দুই জন হলেন, যশোর খড়কি এলাকার মুনসুর আলীর ছেলে হাফিজুর রহমান (৫৫) ও মনিরামপুরের হরেরগাতী গ্রামের আহাদ আলীর ছেলে আশরাফুল (১৫)। নিহতদের মধ্যে হাফিজুর রহমানের লাশ যশোর জেনারেল হাসপাতালে ও আশরাফুলের লাশ মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত ইমন হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও মনিরামপুর ফায়ার সার্ভিসের দলনেতা আমিনুল ইসলাম বলেন, আজ রোববার দুপুর ১২ টার দিকে দ্রুত গতিতে দুটি মোটরসাইকেল যশোর ও মনিরামপুরের দিক থেকে যাচ্ছিল। দুটি মোটরসাইকেলের মধ্যে একটিতে ছিলেন দুইজন। বাকিটিতে ছিলেন একজন। মোটরসাইকেল দুটি চালকিডাঙ্গা সিটিকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছুলে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়ে তিনজনই রাস্তার উপর সিটকে পড়েন। এতে ঘটনাস্থলে আশরাফুল নিহত হন।

আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত হাফিজুর ও ইমনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। এরপর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক হাফিজুরকে মৃত ঘোষণা করেন। মনিরামপুর থানার উপপরিদর্শক হাসান আলী সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাসান আলী বলেন, মোটরসাইকেল দুটির মুখামুখি সংঘর্ষের সময় ঘটনাস্থলের কাছাকাছি যশোরগামী একটি কাভার্ডভ্যান ছিল। ধারণা করা হচ্ছে মোটরসাইকেল দুটোর সংঘর্ষের পর আরোহীদের সাথে কাভার্ড ভ্যানের ধাক্কা লাগে। সেই সন্দেহে স্থানীয়দের সহায়তায় কাভার্ডভ্যান হেফাজতে নেওয়া হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত