আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৪:৩৮

যশোরে বাস উল্টে অর্ধশত যাত্রী আহত।

স্টাফ রিপোর্টার।। যশোর-খুলনা মহাসড়কে একটি বাস ১০ফুট নিচুর খাদে মধ্য উল্টে পড়ে প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছে।

মহাসড়ক থেকে ১০ ফুট নিচে উল্টে পড়েও সকলে কমবেশী আহত ছাড়া প্রাণহানীর ঘটনা ঘটেনি। মারাত্বক এই দূর্ঘটনাটি মঙ্গলবার আনুমানিক বেলা ১১টার দিকে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারস্থ গোল্ডেন আকিজ ‘সু’ কোম্পানীর সামনে ঘটেছে। এতে প্রাণহানীর ঘটনা না ঘটলেও আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক যাত্রী।

এযেন মরতে-মরতে বেঁচে ফেরা এমনটাই বলছিলেন মেহেরপুরের হাসমত আলীর ছেলে মিঠু আহমেদ (১৭), কুষ্টিয়ার আব্দুর রশিদ (২৭), আব্দুল আলিম (৪৫), কালিগঞ্জের অরবিন্দ ভৌমিক (৪৭) ও তার স্ত্রী সহ দ্রুতগাতীতে ছুটে যাওয়া ঢাকা মেট্রো ব- ১৫-১৭০৯ নম্বারধারী পলাশ ট্র্যাভেলসের রুপসা পরিবহণের আহত যাত্রীরা।

আরো সংবাদ