আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:০২

যশোরে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত! শাহিন চাকলাদারের শোক।

যশোরে মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে।

নিহতরা হলো আশিকুর রহমান ও আল-আমিন। তারা দুজনেই মণিরামপুর ধলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঢাকাগামী হানিফ পরিবহনের বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। স্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল জানান, দু’জনই মেধাবী ছাত্র। এক জনের রোল নং ০১ এবং অন্যজনের রোল নং ০২।

এদিকে দুই শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহিন চাকলাদার। ই-মেইল মারফতে পাঠানো বিবৃতিতে তিঁনি নিহত দুই শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

খানজাহান আলী 24/7 নিউজ / মুনতাসির মামুন।

আরো সংবাদ