
প্যান্টের পকেটে করে অর্ধকোটি টাকার দুইটি সোনারবার পাচারের সময় খালেদ হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে যশোরের ৪৯ বিজিবি। রোববার সকালে যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক খালেদ হোসেন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের বাদশা মিয়ার ছেলে। বিকেলে কোতয়ালি থানা পুলিশ আটক খালেদ হোসেনকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বিজিবি সূত্রে জানা গেছে, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় বিজিবি ৪৯ ব্যাটালিয়ানের সদস্যরা। এ সময় সন্দেহজনকভাবে খালেদ হোসেনকে আটক ও দেহতল্লাশি করে প্যান্টের পকেট থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুই সোনারবার উদ্ধার করা হয়। যার ওজন ২৩৩.২৬ গ্রাম। দাম ৫১ লাখ ১১ হাজার ৮৯২ টাকা। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে আটক খালেদ হোসেনের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দিয়ে কোতয়ালি থানায় সোপর্দ করেছে। যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধারকৃত সোনার বাজার মূল্য ৫১ লাখ ১১ হাজার ৮৯২ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক খালেদ হোসেন স্বীকার করেছে, তিনি ঢাকার তাঁতিবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনারবার সংগ্রহ করে যশোর-চৌগাছা হয়ে ভারতে পাচারে