আজ - রবিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১:৩৭

যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ১১ লাখ টাকার সোনার বার উদ্ধার আটক ১.

যশোরে বিজিবি সদস্যরা ৫টি সোনার বারসহ আবু বকর সিদ্দিক (২৬) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গেন্ডারিয়া এলাকার মোঃ সাইজদ্দিননের ছেলে। একই সাথে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক এবং নগদ এক হাজার ৯০০ টাকা।

বিজিজি জানায়, বৃহস্পতিবার যশোর-খুলনা মহাসড়কে মুড়লী বাসস্ট্যান্ড এলাকা থেকে ৬৯৭ গ্রাম ওজনের ৫টি সোনার বারসহ আবু বকর সিদ্দিক আটক করেন তারা।

আটক আবু বকর সিদ্দিক প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানায়, ঢাকা থেকে বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে সোনার বারগুলো তিনি নিয়ে যাচ্ছিলেন। ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল যাবার কথা ছিল তার।

আটককৃত সোনার মূল্য এক কোটি এগার লাখ এগার হাজার পাঁচশত চুয়াত্তর টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সোনা পাচার ঠেকাতে আমাদের সদস্যরা কাজ করছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->