আজ - বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৩:২৮

যশোরে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার সোনা উদ্ধার আটক-১

যশোরে তিন কোটি টাকার সোনার বারসহ সঞ্জয় নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক সঞ্জয় সরকার ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ধুলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে যশোর-নড়াইল সড়কের দারাজহাট হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৯৩৪ গ্রাম।

বিজিবি জানায়, গোপন খবর পেয়ে তারা অভিযানে নামে। এ সময় সঞ্জয়কে দেখে তাদের সন্দেহ হয়। পরে তার দেহ তল¬াশি করে কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ওই সোনার বারগুলো উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, সঞ্জয় জানিয়েছেন ঢাকার ধোলাইপাড় থেকে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সোনারবার গুলো নিয়ে যাচ্ছিলেন। উদ্ধার করা সোনার বাজারমূল্য তিন কোটি ৮ লাখ ৩১ হাজার ৮শ’ টাকা। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ৮৮ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করার পর সঞ্জয়কে আদালতে সোপর্দ করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন বিচার।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->