আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:০২

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু।

যশোর সদর উপজেলার আহাদ জুট মিলে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, যশোর সদর উপজেলার নালিয়া গ্রামের আক্কাস মোল্যার ছেলে মতিয়ার গাজী এবং একই উপজেলার সুলতানপুর গ্রামের মোসেলম গাজীর ছেলে কবির গাজী।

সহকর্মী নির্মাণ শ্রমিক রেজাউল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁরা জুটমিলের ঢালাইয়ের কাজ করছিলেন।

১০টার দিকে মতিয়ার স্ট্যান্ড ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুায়িত হন। এসময় মতিয়ারকে উদ্ধার করতে কবির গাজী এগিয়ে গেলে সেও বিদ্যুায়িত হয়। সহকর্মীরা এসময় ফ্যানের প্লাগ খুলে দিয়ে তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার অমিয় কুমার দাশ তাদেরকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

জুটমিলের ম্যানেজার কামরুজ্জামান বলেন, বিদ্যুস্পৃষ্টে মতিয়ার হোসেন ও কবীর গাজীর মৃত্যু হয়েছে। তারা দুইজনে আহাদ জুটমিলে ঢালাইয়ের কাজ করছিলেন।

বিদ্যুৎ স্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান যশোর কোতয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান।

খানজাহান আলী 24/7 নিউজ / সোহেল হাসান

আরো সংবাদ