আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:২৩

যশোরে বৃদ্ধা বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসির আদেশ

যশোরে বৃদ্ধা বোনকে হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসি ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এম এ হামিদ এ রায় দেন। সাজাপ্রাপ্ত আব্দুর রহিম যশোর মণিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের মৃত এনায়েত আলী মোড়লের ছেলে।
রায় ঘোষণা শেষে আদালত আব্দুর রহিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, রাষ্ট পক্ষের আইনজীবী বিমলকুমার রায়। আদালত সূত্র জানায়, পৈত্রিক জমি নিয়ে আব্দুর রহিমের সাথে তার বোন ৬২ বছরের বৃদ্ধা নূরজাহান বেগমের দীর্ঘদিন ধরে মামলা চলছিল। এসব বিষয় নিয়ে ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি সকালে নূরজাহান বেগম তার স্বামীকে নিয়ে আব্দুর রহিমের বাড়িতে যান। ভাইবোনের মাঝে এসব বিষয় নিয়ে গোলোযোগ সৃষ্টি হয়। কথাকাটাকাটির এক পর্যায় আকস্মিক ভাবে আব্দুর রহিম ধারালো অস্ত্র দিয়ে নূরজাহান বেগমের মাথায় কোপ মারে । এতে নুরজাহান গুরুতর জখম হন। এসময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। একই সাথে তারা আব্দুর রহিমকে আটকে রাখে। পরে তারা নূরজাহান বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটার দিকে নূরজাহানের মৃত্যু হয়। এ ঘটনায় নূরজাহান বেগমের ছেলে জিল্লুর রহমান বাদী হয়ে আব্দুর রহিমের বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আব্দুর রহিমকে ফাঁসির আদেশ দেন একই সাথে ৫০ হাজার টাকা জরিমানার করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত