আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৩৭

যশোরে ভাড়ায় চালানোর কথা বলে অটোরিকশা চুরি, ডিবির অভিযানে উদ্ধার

যশোরে ভাড়ায় চালানোর কথা বলে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার যশোরের গোয়েন্দা পুলিশ (ডিবি) এই অভিযান চালায়। গ্রেপ্তার তরুণের নাম শাহাজালাল উদ্দীন সাজু (২১)। তিনি যশোরের চৌগাছা থানার আন্দুলিয়া এলাকার তবিবুর রহমানের ছেলে।

যশোরের ‘আব্দুর রশিদ ইজিবাইক চার্জিং স্টেশন’ এর মালিক সুলতান মাহমুদ টিপু গতকাল ডিবি অফিসে মৌখিকভাবে জানান, তাঁর অটো গ্যারেজ থেকে একটি অটোরিকশা ভাড়ায় চালানোর কথা বলে গত শনিবার নিয়ে যান মো. শাহাজালাল। কিন্তু আর ফিরে আসেননি তিনি। পরে জানতে পারেন পুলেরহাটে তাঁর সেই অটোরিকশা বিক্রি করে দেওয়া হয়েছে।

বিষয়টি ডিবির ওসি রুপন কুমার সরকার পিপিএম আমলে নিয়ে এসআই মফিজুল ইসলাম পিপিএমকে উদ্ধার ও আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে গতকাল বিকেল সাড়ে ৫টায় পুলেরহাট রাজগঞ্জ রোডে জনৈক রাজ্জাক গাজীর ‘রাজিয়া অটোপার্স’ নামক অটোরিকশা গ্যারেজ থেকে খোয়া যাওয়া অটোরিকশা শাহাজালালকে আটক করা হয়। এ বিষয়ে গতকাল সুলতান মাহমুদ টিপু বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানার মামলা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত