আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:৫৫

যশোরে ভৈরব নদ থেকে গলিত লাশ উদ্ধার

যশোরে অজ্ঞাত এক পুরুষ (৩৮) এর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের মাংস পঁচনের ফলে নাক, মুখ, চোখ কিছুই চেনা যাচ্ছে না।
আজ সোমবার বিকাল ৪টার দিকে যশোর সদর উপজেলার রামনগর এলাকার আহাদ কোল্ড স্টোরেজ এর পেছনে নদীর ভেতরে ভাসমান অবস্থায় পড়েছিলো লাশটি।
যশোর কোতয়ালী থানার ওসি মোহম্মদ তাজুল ইসলাম প্রজন্মের ভাবনাকে বলেন, বিকাল ৪টার দিকে স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম বিদুৎ মোবাইল ফোনে জানান নদীর ভেতরে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ পড়ে আছে। সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশের একাধীক টিম পাঠানো হয়। লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় সনাক্তের জন্য ডিএনএ আলামত সংগ্রহ করা হয়েছে। কিভাবে এবং কেন তার মৃত্যু হয়েছে তা উদঘাটনের জন্য পুলিশ গভীরভাবে খতিয়ে দেখছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের (বক্ষব্যাধী) ডাক্তার আহম্মেদ তারেক সামস প্রজন্মের ভাবনাকে বলেন, নির্দিষ্ট করে বলা কঠিন তবে পাচ থেকে সাতদিন আগে তার মৃত্যু হয়েছে। কি কারনে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট আসলে তা জানা যাবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত