আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:১৮

যশোরে মণ্ডলগাতিতে বন্দুকযুদ্ধে অজ্ঞাত মাদক ব্যবসায়ী নিহত!

মুনতাসির মামুন : যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মণ্ডলগাতি এলাকায় কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত (৩২) এক যুবক নিহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে দুই কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধারের করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতয়ালী থানার এসআই মোকলেস উজ্জামান।

নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সৃষ্ট বন্দুকযুদ্ধে ওই যুবক নিহত হয়েছেন বলে পুলিশের ধারণা করছে।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার শফিউল্লাহ সবুজ খানজাহান আলী 27×7 নিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ ওই যুবক মারা গেছেন।ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।

আরো সংবাদ