আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:২৮

যশোরে মদ বিক্রয়কালে মসজিদের খাদেম আটক।

যশোর শহরের লালদীঘির পাড় এলাকা থেকে মদ বিক্রির সময় হাতে নাতে মসজিদের খাদেম ইসলাম আলীকে (৬০)আটক করা হয়েছে। পরে তার ঘর তল্লাশি করে পাঁচবোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। ইসলাম কাজীপুর বলাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি মাইকপট্টির একটি মসজিদে দীর্ঘদিন ধরে খাদেম হিসেবে কর্মরত রয়েছেন এবং পাশেই তিনি বসবাস করেন।

ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০টার পর। পরে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে একটি মদের বোতল নিয়ে ইসলামকে লাল দীঘির পাড় এলাকায় ঘুরাঘুরি করতে দেখেন কয়েকজন। বিষয়টি তাদের সন্দেহ হয়। এরপর তাকে অনুসরণ করতে থাকেন। কিছু সময় পর এক ব্যক্তি ইসলামের কাছ থেকে মদ কিনতে আসেন। এমন সময় স্থানীয়রা ধাওয়া দেয়। ইসলাম আলী মদের বোতল লালদীঘির পাড়ে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে তাকে ধরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের খবর দেয়া হয়। তাৎক্ষনিক একটি টিম ঘটনাস্থলে এসে ইসলামকে নিয়ে তার শোবার ঘরে তল্লাশি চালায়। ওই ঘর থেকে আরও চারবোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ পরিদর্শক শাহীন পারভেজ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এসময় পাঁচ বোতল বিদেশী উদ্ধার করা হয়। কিন্তু ওই মদ তিনি কোথা থেকে পেয়েছেন সে বিষয়ে তিনি একেক সময় একেক তথ্য দিচ্ছেন। বিষয়টি নিয়ে তারা তদন্ত চালাচ্ছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->