মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের অভিযানে যশোরে মবিল ব্যাটারির দোকানের আড়ালে মদের ব্যবসা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় বিদেশি মদের ২৭ বোতল (২৬.৫ লিটার) জব্দ করা হয়।
আটককৃত যুবক যশোর শহরের নিউ বেজপাড়া এলাকার ও বর্তমানে নতুন বাস টার্মিনাল এলাকার পূর্ব পাশের ভাড়াটিয়া নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম নয়ন (৩৫)।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়। তাজুল ইসলামের উত্তর ভিটি দক্ষিণ দুয়ারী দোতলা ভবনের নিচতলায় ভাড়াটিয়া হিসেবে থাকা নাজমুল ইসলাম নয়নের (৩৫) মবিল ব্যাটারি বিক্রির দোকান থেকে বিদেশি এসব মদ উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।