যশোরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বিজিবি সদস্য, গুরুতর আহত হয়েছেন আরও একজন। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মুন্সি সলিমুল্লাহ্। সোমবার (১১ মার্চ ) সন্ধ্যায় যশোর জেলার পুটখালী ক্যাম্প সংলগ্ন একটি কালভার্টের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত বিজিবি সদস্য হলেন বেনাপোলের পুটখালী ক্যাম্পের সিপাহী মোজাম্মেল হক।
হাবিলদার দেলোয়ার হোসেন মারাত্মক আহত হয়েছেন। জানা গেছে, ২১ ব্যাটালিয়ানের খুলনা ইউনিটের হাবিলদার দেলোয়ার হোসেন ও সিপাহী মোজাম্মেল হক গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদক চালান উদ্ধারের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন। পথিমধ্যে পুটখালী ক্যাম্পের অস্থায়ী পোস্ট মসজিদ বাড়ি নামক স্থানের একটি কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে তারা দুর্ঘটনার শিকারহন। দুর্ঘটনাস্থলেই সিপাহী মোজাম্মেল হক গুরুতর আঘাত পেয়ে প্রাণ হারান। অন্যদিকে, হাবিলদার দেলোয়ার হোসেন মারাত্মক আহত হন। তাকে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন। এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সুজয় জানান, আহত দেলোয়ারের স্যার মুখে মারাত্মক ক্ষত হয়েছে। এছাড়া মাথায়ও মারাত্মক আঘাত পেয়েছেন।