আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:৪১

যশোরে দুই মাদক ব্যবসায়ীকে পিটিয়েছে স্থানীয়রা।

যশোরে দু’মাদক কারবারিকে পিটিয়ে জখম করেছে স্থানীয়রা। গুরুতর অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো, শহরতলী বোলপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও পাগলাদাহ গ্রামের ফারুক হোসেনের ছেলে ইজাজ (২৯)।

সূত্র জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বোলপুর গ্রামে রফিকুল ইসলাম, তার স্ত্রী পান্না বেগম, ওয়াসিম, মুদি দোকানী ইমরাম, তানিয়া, শফিকুল ইসলাম শফি মাদক কারবার করে আসছিলো। প্রতিদিন রাতে বোলপুর গ্রামের রফিকুল ইসলামের বাড়ির তৃতীয় তলায় চলে ইয়াবা সেবনের আড্ডা। স্থানীয়রা একাধিক বার বাধাদিলেও তেমন কেনো ফল হয়নি। কেননা রফিকুলের এক আত্মীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তা। শনিবার রাতে রফিকুল ইসলাম মাদক বিকিকিনির জন্য পালবাড়ি তেঁতুল তলা আসলে স্থানীয়রা তাকে ধরে গণধোলায় দেয়। এ সময় অপর যুবক ইজাজ বাধাদিতে এলে স্থানীয়রা তাকে পিটিয়ে জখম করে।

আরো সংবাদ