আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:০৫

যশোরে মাদক নিয়ে বিতর্ক জড়িয়ে যুবক ছুরিকাহত

যশোরে রাব্বি হোসেন (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি শহরের খালধার রোডের বাসিন্দা। শুক্রবার দিবাগত রাতে নিজ এলাকায় ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাতে একই এলাকার ইয়াদ আলীসহ (২৪) ৩/৪জন মাদক সেবন নিয়ে তর্ক বিতর্কের একপর্যায়ে রাব্বিকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় তিনি গুরুতর জখম হলে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, রাতে রাব্বি নামে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে রেফার করা হয়েছে। যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খালধার রোডে রাব্বি হোসেন নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->