আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৩৫

যশোরে মাদক ব্যবসায় সুন্দরী নারীরাই তুরুপের তাস, আবারো ৪ কেজি গাজা সহ নারী আটক

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় পুলিশ চার কেজি গাঁজাসহ দু’ নারীকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে বাঁকড়া-ঝাঁপা সড়কের উজ্জ্বলপুর গ্রামের বাগের মোড় থেকে জইরন বেগম ও মাহফুজা বেগমকে আটক করা হয়। নারী গ্রাম পুলিশ দিয়ে শরীর তল্লাশি করে তাদের কাছে চার কেজি গাঁজা পাওয়া যায়।
আটক জইরন বেগম বেনাপোল পোর্ট থানার গাজীপুর মধ্যপাড়ার ইনছার মুন্সীর ভাড়াটিয়া। তার স্বামীর নাম ইসহক মোড়ল এবং মাহফুজা বেগম বেনাপোল পোর্ট থানার এপি দূর্গাপুরের পিকেএসের সামনে মান্দার গাজীর কন্যা।
পুলিশ জানিয়েছে, আটকরা মাদক কারবারী। তাদের বিরুদ্ধে এএসআই সাইফুল ইসলাম ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দাযের করেছেন। পরে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ