আজ - বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - দুপুর ২:২২

যশোরে মাদক সেবনে বাধা ছাত্রকে পিটিয়ে আহত করলো মাদক ব্যবসায়ী।

যশোরে মাদক সেবন করতে নিষেধ করায় শাহান আলী (২২) নামে এক কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের বকচর বিহারী কলোনীতে এ ঘটনাটি ঘটে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আহত শাহান বকচর বিহারী কলোনীর ওসমান আলীর ছেলে ও যশোর ক্যান্টমেন্ট কলেজের বিবিএ ১ম বর্ষের ছাত্র।

আহত শাহান জানিয়েছেন, বকচর বিহারী কলোনী এলাকার একদল উচ্ছৃঙ্খল যুবক প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন করে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তাদের মাদক সেবন করতে নিষেধ করায় তার ওপর ক্ষুব্ধ ছিলো। এরই জের ধরে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে বকচর বিহারী কলোনীর মধ্যে তাকে একা পেয়ে মাদকসেবী মনির, ফয়সাল, রাকিব, হাসানসহ আরও কয়েকজন হামলা চালায়। দুর্বৃত্তরা এ সময় লোহার রড দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধারের পর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের সার্জারী ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, আহত কলেজ শিক্ষার্থী শাহান আলীর মাথার আঘাতটি গুরুতর।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরী জানান, শাহানাকে পিটানোর ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত