আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:০০

যশোরে মালগাড়ির সঙ্গে তেলের ট্রেনের সংঘর্ষ

যশোরের নওয়াপাড়ায় মালগাড়ির সঙ্গে সংঘর্ষে তেলের ট্রেন লাইনচ্যুত হয়েছে।

শনিবার ভোর সোয়া ৪টায় নওয়াপাড়া রেলস্টেশনে এই দুঘর্টনা ঘটে। ঘটনা তদন্তে চার সদস্যের দল গঠন করেছে রেল কর্তৃপক্ষ।

স্টেশন মাস্টার বুলবুল আহমেদ জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী তেলের খালি ট্রেনটি নওয়াপাড়া রেলস্টেশনে আসে শনিবার ভোর সোয়া ৪টার দিকে। এ সময় দ্বিতীয় লাইনে থাকা মালগাড়ির সংঘর্ষে সংঘর্ষ হলে তেলের ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত ট্রেনটি এখানে আটকা পড়ে। তবে ২৫ মিনিট পরে তাকে পার করে দেওয়া হয়।

যশোর হয়ে খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক রযেছে বলে তিনি জানান।

স্টেশন মাস্টার বলেন, সহকারী স্টেশন মাস্টার মারুফুজ্জামান ও ক্যাবিন ম্যান কামরুল ইসলাম এ সময় দায়িত্বে ছিলেন। তাদের দায়িত্বে অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার কারণ জানতে চার সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী নির্বাহী প্রকৌশলী কাজী ওয়ালিউল হক।

দুর্ঘটনার খবর পেয়ে খুলনা থেকে রিলিপ ট্রেন এসে সকাল সোয়া ৮টায় ঘটনাস্থলে পৌঁছায়।

সর্বশেষ বেলা ৫টা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল। তবে কতক্ষণে শেষ হবে তা নিশ্চিত করতে পারেননি স্থানীয় কর্মকর্তারা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত