আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:৫৬

যশোরে মাস্ক না পরে জরিমানা গুনলেন ৪৯ জন

যশোরের অভয়নগরে মাস্ক না পরায় ৪৯ জনকে চার হাজার ৮৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ৩০০ জনকে বাধ্যতামূলক মাস্ক ক্রয় এবং সামর্থ্যহীন ৩০ জনকে বিনামূল্যে মাস্ক দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার নওয়াপাড়া বাজারের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এ পদক্ষেপ নেন  ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম জানান, করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও সরকারি নির্দেশ মোতাবেক মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানতে হবে। প্রাথমিক অবস্থায় জরিমানার পরিমান সহনশীল করা হয়েছে।

আরো সংবাদ