আজ - সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৭:৪৫

যশোরে মুরগীর ঘর থেকে শটগান ও গুলি উদ্ধার

যশোরের অভয়নগরে একটি শটগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের কুদ্দুস ভুইয়ার ছেলে রবিউল ইসলাম ভুইয়ার গোয়াল ঘরের পাশে মুরগীর ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় শটগান ও গুলি উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ। এ ব্যাপারে রবিউল ইসলাম ভুইয়া বলেন, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। ঠিকমত চলাচল করতে পারিনা।

বুধবার দুপুরে একটি কবুতর কিনে আমার গোয়াল ঘরের পাশে পরিত্যক্ত মুরগীর ঘরে রাখতে গেলে একটি ব্যাগ দেখতে পাই। পরে ব্যাগ খুলে দেখি একটি বন্দুক জাতীয় অস্ত্র ও গুলি রয়েছে। বিষয়টি পুলিশকে জানালে তারা উদ্ধার করে নিয়ে যায়।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, রবিউল ইসলাম ভুইয়া একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। তাঁর বাড়ির মধ্যে থাকা একটি মুরগীর ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অত্যাধুনিক শটগান ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। কে বা কারা অস্ত্র ও গুলি রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত