আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:১০

যশোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

যশোরের দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ (১০আগষ্ট) বুধবার দুপুর সাড়ে তিনটার পর ঢাকা রোড রোজা ফার্নিচারের সামনে।

নিহতরা হলেন বারান্দি পাড়ার ইব্রাহিম হোসেনের ছেলে ইসমাইল ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আল আমিন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুত গতিতে আসা দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর বিকট শব্দ হয়। পরে আহত অবস্থায় তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার শুভাশিস রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার এস আই তুহিন বাওয়ালী ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, মোটরসাইকেল দুইটি দ্রুত গতিতে চলছিল। একজন নিয়ন্ত্রণ হারিয়ে আরেকজনের ধাক্কা দেয়। এ ঘটনায় দুজনই নিহত হন। তিনি আরো জানান, ঘটনার পর পেছন দিক থেকে আসা আরো একটি মোটরসাইকেল ওই মোটরসাইকেল দুইটির সাথে ধাক্কা দেয়। ওই মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন বলে তিনি জানান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->