আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১:০২

যশোরে মোটরসাইকেল থেকে পড়ে ব্র্যাক’র নারী কর্মী নিহত

যশোর ব্যুরো : মোটরসাইকেল থেকে পড়ে ব্র্যাক কর্মী পলি সাহা (২৫) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে কেশবপুর প্রতাপ মোড় নামক স্থানে ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, রোববার দুপুরে যশোরে অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের সুজিত সাহার মেয়ে পলি সাহা ব্র্যাকের অপর এক ব্র্যাক’র মহিলা কর্মীর মোটরসাইকেলযোগে কেশবপুরে যাচ্ছিল। কেশবপুর প্রতাপপুর মোড় নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলের পেছনে থাকা পলি সাহা পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় সাধারণ ডাইরীভুক্ত করা হয়েছে।

আরো সংবাদ