যশোরে যৌথ বাহিনীর সদস্যরা ৬টি ধারালো অস্ত্র ও মাদকসহ ৪ দুর্বৃত্তকে আটক করেছে। গত সোমবার রাতে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা পালিয়ে যায়।
আটক ৪জন হলো, রেলগেট পশ্চিমপাড়ার শহিদুল ইসলামের ছেলে শান্ত ইসলাম (১৯), শাহীন মোল্লার ছেলে রাকিব হাসান সাদিক (১৯), মৃত মোহাম্মদ আলীর ছেলে শেখ সোহেল রানা (২০) এবং সদর উপজেলার মাহিদিয়া উত্তরপাড়ার ইদ্রিস আলীর ছেলে খালিদ বিন ওয়ালিদ ওরফে নাঈম (২০) ।
কোতয়ালি থানার এসআই অমৃত কুমার দাস জানিয়েছেন, গত সোমবার রাত ৯টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে রেলগেট পশ্চিমপাড়ায় অভিযান চালানো হয়ে। সে সময় ওই চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৬টি ধারালো দা ও ৩২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে অভিযান সংবাদ পেয়ে সন্ত্রাসী পিচ্চি রাজা পালিয়ে যায়। সে খড়কী কলাবাগান এলাকার মুজিবর রহমান জাহাঙ্গীরের ছেলে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় ১৯টি মামলা রেকর্ড রয়েছে। এছাড়া অসংখ্য অভিযোগ রয়েছে এই সন্ত্রাসীর বিরুদ্ধে।
এলাকার একটি সূত্র জানিয়েছে, গত রোববার পিচ্চি রাজা জামিনে মুক্তি পায় জেলখানা থেকে। এরপর ওইদিন রাতে সে তান্ডব চালায় রেলগেট পশ্চিমপাড়া ও খড়কী কলাবাগান এলাকায়। বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ভাঙচুর করে। জখম করে অন্তত ৫জনকে। গত সোমবারও তার বিরুদ্ধে কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।