আজ - বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৫:৪৬

যশোরে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক।

যশোর শহরের রেলগেট ও শংকরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন, রেলগেট কয়লাপট্টি এলাকার হোসেন ওরফে মরার স্ত্রী আছমা,শংকরপুর জমাদ্দারপাড়ার মৃত আবু সাদেক সরদারের ছেলে রফিকুল ইসলাম সাবু,শংকরপুরের শহিদুল ইসলামের ছেলে আসিফ ও  রেলস্টেশন গাড়োয়ানপট্টির আক্কেল ঢালীর ছেলে ওসমান রোহিত।

অভিযানে অংশ নেওয়া কোতোয়ালি থানার এসআই জয়ন্ত জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে শংকরপুর এবং রেলগেট এলাকায় অভিযান চালায়। আছমার বাড়িতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া অন্যদের শংকরপুর গোলাম প্যাটেল স্কুলের সামনে থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং বিদেশি মদের খালি বোতল উদ্ধার করা হয়েছে। অভিযানে কোতোয়ালি থানার এসআই দেবাশীষসহ সেনাবাহিনীর সদস্যরাও অংশ নেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত