আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:১০

যশোরে যৌথ বাহিনীর অভিযানে ১৮৮ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী তরিকুল আটক।

যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ৬ মামলার আসামি তরিকুল ইসলামকে ১৮৮ পিস ইয়াবাসহ আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার দিবাগত রাতে যশোর বিমানবন্দর সড়কের ইংলিশ স্কুলের সামনে চেকপোস্ট বসিয়ে তরিকুল ইসলামকে আটক করা হয়। আটক তরিকুল ইসলাম যশোর সদরের ভেকুটিয়া গ্রামের আব্দুর রাশিদের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, শহরের বিমানবন্দর সড়কের চেকপোস্ট বাসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করে যৌথবাহিনী। রাত ১২ টার পরে দ্রুত গতির একটি মোটরসাইকেল আসতে থেকে থামার সংকেত দেয় যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির ১৬ হাজার ৮শ’১৫ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তরিকুল চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় ছয়টি মামলা রয়েছে। এ ঘটনায় এসআই চঞ্চল কুমার বিশ্বাস আটক তরিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোতয়ালি থানায় সোপর্দ করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->