আজ - শুক্রবার, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৩:৩৪

যশোরে র‍্যাবের অভিযানে ২ টি অস্ত্র উদ্ধার।

যশোরে র‌্যাবের অভিযানে দুইটি ওয়ান স্যুটারগান উদ্ধার করা হয়েছে। তবে, অস্ত্র বহনকারী দুইজন পালিয়ে গেছে। এ ঘটনায় দুইজনের নামে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

র‌্যাবের পরিদর্শক হাওলাদার রফিকুল ইসলাম জানিয়েছেন, বুধবার রাত একটার দিকে তাদের কাছে খবর আসে খোলাডাঙ্গা এলাকায় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি অবস্থান করছেন। তাৎক্ষনিক সেখানে অভিযান চালায় তারা। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে দুইজন দুইটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগ থেকে দুইটি ওয়ান স্যুটারগান উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং পলাতক দুই আসামিকে ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত