আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৪:১০

যশোরে লাভলী হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন(ভিডিও)

যশোরের তৃতীয় লিঙ্গের লাভলী হত্যার বিচারের দাবিতে গতকাল সোমবার যশোরে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। যশোর প্রেস ক্লাবের সামনে যশোরের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অংশগ্রহণে বেসরকারি সমাজ উন্নয়ন সংগঠণ অর্পণ মানব কল্যাণ সংস্থা এই কর্মসূচির আয়োজন করে।

যশোর জেলার হিজড়া গুরু নিলুর নেতৃত্বে এবং অর্পণ মানব কল্যাণ সংস্থার সিবিও কো-অর্ডিনেটর রুবাইদুল হক সুমনের সার্বিক পরিচালনায় মানববন্ধনে অংশগ্রহণ করেন, হিজড়া প্রতিনিধি চাঁদনী, সোহেলী, অনজু, পাহাড়ী, চুমকী, খুলনা বিভাগের তৃতীয় লিঙ্গের জনপ্রতিনিধি দিতি খাতুন, কুলসুম বেগম প্রমুখ। এছাড়া উক্ত মানববন্ধনে

https://www.youtube.com/watch?v=MlKfN2o6vHQ

অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন, যশোর জেলা এনজিও সমন্বয়কারী শাজাহান নান্নু, ব্লাষ্ট যশোর ইউনিটের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবীর, নাগরিক উদ্যোগের জেলা সমন্বয়কারী নাসির উদ্দিন, লাইট হাউসের ডিআইসি ম্যানেজার মিলন মন্ডল, আইইডি যশোরের কিশোর কুমার কাজল, সাবেক পৌর কাউন্সিলর

সন্তোষ দত্ত, বঞ্চিতা যশোরের সাধারণ সম্পাদক সুজন শেখ। নেতৃবৃন্দ লাভলীর খুনি ও হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তিমূলক বিচারের দাবি করেন। মানববন্ধন শেষে লাভলী হত্যার বিচারের দাবিতে যশোর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

৮ জানুয়ারি সকালে যশোর সদর উপজেলার হালসা হালসা ব্রিজের কাছে রাস্তার ওপর প্রকাশ্য ছুরিকাঘাতে তৃতীয় লিঙ্গের লাভলী খুন হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত