আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:২১

যশোরে শীর্ষ সন্ত্রাসী বুনো আসাদ গ্রেপ্তার – অস্ত্র, মাদক উদ্ধার।

স্টাফ রিপোর্টার।। যশোরে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও মাদকসহ একজনকে আটক করেছে। শনিবার বিকালে শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ বনানী রোড এলাকার মৃৃৃৃত আহম্মদ আলীর ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় পৃৃৃথক তিনটি মামলা হয়েছে৷

উদ্ধারকৃত অস্ত্র, গুলি, বিষ্ফোরক ও মাদক

অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা (ডিএসবি) তহিদুল ইসলাম ও ডিবির ওসি মারুফ আহম্মদ বলেন, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনাকালে বেজপাড়া সাদেক দারোগার মোড় থেকে আসামিকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শহরের বেজপাড়া বনানী রোডর আসামির নিজের বাড়ির পাকা দেয়াল টিনের ছাউনিযুক্ত গরুর খামারের বিচালী গাদার মধ্যে থেকে আসামির দেখানো ও বের করে দেওয়া একটি দেশীয় তৈরি ওয়ান স্যুটার গান, একটি গুলি, চারটি হাত বোমা, এক বোতল বিদেশি মদ, ১০০ ইয়াবা জব্দ করেন। এ ঘটনায় কোতয়ালি থানায় আসামির নামে পৃথক ৩টি মামলা হয়েছে৷

সন্ত্রাসী বুনো আসাদের আমল নামা

১। কোতয়ালী থাঃমাঃনং-৩৪(১১)০৩ ধারা-বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি।
২। কোতয়ালী থাঃমাঃনং-৩৪(১১)০৩ ধারা-বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি।
৩। কোতয়ালী থাঃমাঃনং-৪৯(০২)৯৬ ধারা-৩০২/৩৪ পেনাল কোড।
৪। কোতয়ালী থাঃমাঃনং-৮৫(০৫)০১ ধারা-১৪৩/৪৪৭/৩৭৯/৫০৬ পেনাল কোড।
৫। কোতয়ালী থাঃমাঃনং-৬৭(০৭)০৬ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড।
৬। কোতয়ালী থাঃমাঃনং-৩৩(০৮)০৩ ধারা-১৪৩/৩২৩/৩৮০/৪৩৬/৪২৭ পেনাল কোড।
৭। কোতয়ালী থাঃমাঃনং-১০(০৬)০৬ ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯ পেনাল কোড।
৮। কোতয়ালী থাঃমাঃনং-৭১(০৭)০৬ ধারা-১৪৩/৩২৩/৩৮৫/৩৮৬/৫০৬ পেনাল কোড।
৯। কোতয়ালী থাঃমাঃনং-২৮(০৭)১২ ধারা-৩০৭/৩২৪/৩২৫/৩২৬ পেনাল কোড।
১০। কোতয়ালী থাঃমাঃনং-৮৪(০৬)১১ ধারা-৩৮৫/৩৮৬/৩৮৭ পেনাল কোড।
১১। কোতয়ালী থাঃমাঃনং-৭৯(১১)১৩ ধারা-৩৪৭/৩৭৯/১৪৩/৩৮৫/৩৮৬/৩২৩ পেনাল কোড।
১২। কোতয়ালী থাঃমাঃনং-৫০(০৯)১৯ ধারা-৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড।
১৩। কোতয়ালী থাঃমাঃনং-৮২(১০)০৮ ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ।
১৪। কোতয়ালী থাঃমাঃনং-৮০(০৭)০৬ ধারা-১৪৩/৩৪১/৩৮৫/৩৮৬/৫০৬ পেনাল কোড।

আরো সংবাদ