যশোরের মুজিব সড়কের ইজি শোরুম থেকে বিভিন্ন পণ্য চুরি করতে যেয়ে হাতে নাতে দুই নারীকে আটক করা হয়েছে। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, শহরের বেজপাড়া পুজারমাঠ এলাকার রফিকের স্ত্রী রিনা ও একই এলাকার আমির হোসেনের স্ত্রী নাছিমা বেগম।
ইজি শোরুমের পক্ষথেকে জানানো হয়েছে, ওই দুই নারীসহ আরও চারপাঁচজননারী শুক্রবার দুপুরে তাদের শোরুমে যান। তাদেরকে অনেকগুলো পণ্য দেখানো হয়। এসময় তারা একেক সময় একেক রকম কথা বলে বিভ্রান্ত করতে থাকেন। এরমাঝে তারা তাদের সাথে থাকা ব্যাগগুলোতে কাপড় ভরে ফেলে। এরমাঝে তাদের একজন কর্মচারী দেখে ফেলেন। এসময় ওই দুই নারীকে ধরে ফেললেও বাকিরা পালিয়ে যান। এসময় তাদের কাছথেকে চুরি হওয়া পণ্য উদ্ধার করা হয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, তারা সংঘবদ্ধ নারী চোরচক্রের সদস্য। পুলের হাটে ওয়াজ মাহফিলের চুরির সাথে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।