আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৩১

যশোরে শ্বশুর বাড়িতে কীটনাশক পান করে যুবকের আত্মহত্যা।

যশোরের ঝিকরগাছায় শ্বশুরবাড়িতে অবস্থানকালে বিষপান করে  আনারুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তিনি যশোর কোতয়ালী উপজেলার মাহিদিয়া ইউনিয়নের নতুনহাট বড় মেঘলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত মুজিবর দফাদার।

পরিবারের দাবি, আনারুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ২১ মে বুধবার সকাল  ৮টার দিকে তিনি ঝিকরগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেলে বটতলা গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থানকালে বিষপান করেন।

ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর  জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনারুল ইসলামের মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->