আজ - সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৩:৪৩

যশোরে সড়কে গেলো নসিমন চালকের প্রান।

যশোরের অভয়নগরে বেপরোয়া গতির যাত্রীবাহী রুপসা পরিবহনের ধাক্কায় মোস্তফা সরদার (৩৭) নামে এক নছিমন চালকের মৃত্যু হয়েছে। রোববার (৯ মার্চ) সকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের যশোর-খুলনা মহাসড়কে নিটল টাটা অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃত মোস্তফা সরদার উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের পূর্বপাড়া এলাকার রেজাউল সরদারের ছেলে।

মৃতের খালাতো ভাই স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, আমার ভাই মোস্তফা ছিলেন একজন নছিমন চালক। সকালে ৯টার দিকে প্রেমবাগ বাজার থেকে নছিমন ভর্তি জ্বালানি কাঠ নিয়ে বসুন্দিয়া বাজারে যাচ্ছিলেন তিনি। নিটল টাটা অফিসের সামনে পৌঁছালে যশোরগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী রুপসা পরিবহন নছিমনের পেছনে ধাক্কা মারে। এ সময় নছিমনটি দুমড়েমুচড়ে যায় এবং মোস্তফা গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার ভাইয়ের দুইটি ছোট ছেলে রয়েছে। ওদের এখন কী হবে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রকিবুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বিষয়টি পুলিশকে জাননো হয়েছে।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান স্পন্দনকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত নছিমন চালকের মরদেহ হাসপাতাল থেকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পালিয়ে যাওয়া বাসের সন্ধানে অভিযান শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত