আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৪৪

যশোরে সড়কে গেলো যুবকের প্রাণ।

  • যশোরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান (১৯) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় মোটরসাইকেল চালক রাজু আহত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার সময় শার্শা উপজেলা সদরের জেলে পাড়ার সামনে এই দূর্ঘটনা ঘটে।নিহত আব্দুর রহমান শার্শা উপজেলার শ‍্যামলাগাছি গ্রামের আব্দুর রশিদ এর ছেলে ও রাজু উলাশি ইউনিয়নের সম্মন্ধকাঠী গ্রামের মনিরের ছেলে।
ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতা বলেন,আব্দুর রহমান পেশায় একজন মাছ ব্যবসায়ী। সন্ধ্যার পরে বোয়ালিয়া বাজার থেকে মাছ বিক্রির টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্য তারা দুইজন মোটরসাইকেল যোগে আসছিল। পথের মধ্যে শার্শা জেলে পাড়ার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাদের মোটরসাইকেলে সামনে ধাক্কা লাগে। এসময় তারা সড়কের ওপর ছিটকে পড়ে। পরে পথচারীরা তাদের আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত