আজ - বৃহস্পতিবার, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৬:২৩

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রান গেলো যুবলীগ নেত্রীর।

যশোরে সড়ক দুর্ঘটনায় কামরুন নাহার পুতুল নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় সদরের ধোপাখোলা নিমতলা এলাকায়। তিনি সদরের ধোপাপাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনি ঝিকরগাছা উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক।

মৃতের স্বজনরা জানান, মোটরসাইকেল যোগে অফিস থেকে বাড়ি ফেরার পথে পিছন থেকে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত আটটার দিকে মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুর রশিদ বলেন, তিনি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত