আজ - রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১০:৫১

যশোরে সাফা হত্যাকান্ড – গ্রেপ্তার ২। টাকার জন্য খুন বলছে: গোয়েন্দা পুলিশ।

মহিউদ্দীন দুলাল,যশোর: যশোরে চাঞ্চল্যকর সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মহিদুল ইসলাম সাফা হত্যা মামলার প্রধান আসামি রানা মোল্লা ও তার সহযোগী রাকিবকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ।

গ্রেপ্তার কৃত আসামি।

রোববার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে আসামিদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। আটককালে হত্যার কাজে ব্যবহৃত রক্ত মাখা চাকু উদ্ধার করা হয়।

আটক রানা মোল্লা শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার আকরাম মোল্লার ছেলে এবং রাকিব একই এলাকার লিটন বাবুর ছেলে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ব্যবসায়ী সাফা হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব পাওয়ার পর আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খুনি শনাক্ত এবং গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে রানা। আজ তাকে আদালতে সোপর্দ করে ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হবে। হত্যার সাথে জড়িত বাকি আসামিদের অচিরেই গ্রেপ্তার করা হবে।’

উল্লেখ্য, গত ১ জানুয়ারি মঙ্গলবার রাতে যশোর ঈদগাহ মোড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী মহিদুল ইসলাম সাফা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত