যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাঁকড়া কলেজের শিক্ষক আসাদুজ্জামানকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে নিজ এলাকা থেকে আটক করা হয়। আসাদুজ্জামান উজ্জলপুর গ্রামের জামিন উদ্দিনের ছেলে। আটকের পর তাকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঝিকরগাছা থানা পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। নাশকতা ও বিস্ফোরক মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।