আজ - সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ১২:৪০

যশোরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

যৌতুক দাবির অভিযোগে স্ত্রী-শ্বশুরসহ তিনজনকে আসমি করে যশোর আদালতে মামলা করছেন এক স্বামী।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেনাপোলের নমাজ গ্রামের আব্দুল জলিল মোল্যার ছেলে সোহাগ হোসেন এ মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে বেনাপোল থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন, বেনাপোলের নারানপুর গ্রামের শাহাবুদ্দীন ও তার ছেলে আল আমিন ইমন এবং মেয়ে শারমিন সুলতানা এলাচী।

মামলার অভিযোগে জানা গেছে, সোহাগ হোসেন বেনাপোল পোর্টে ব্যবসা করেন। সাত বছর আগে সোহাদ হোসেন পারিবারিকভাবে এলাচীকে বিয়ে করেন। তাদের ৫ বছর বয়সী একটি ছেলে আছে। ২০১৬ সালে সোহাগ হোসেন তার ৪ শতক জমি স্ত্রীর নামে দানপত্র দলিল করে দেন। এ জমিতে দোকান ও বাড়ি করে আসামিরাসহ তিনি বসবাস করতে থাকেন।

এ ছাড়া সোহাগ অপর একটি জমিতে মুরগী ও গরুরর খামার করে শ্বশুর ও শ্যালককে দেখাশুনার দায়িত্ব দেন। এরমধ্যে তার স্ত্রী যৌতুক বাবদ ব্যাংকে হিসাব খুলে ১০ লাখ টাকা জমা দিতে বলেন। এলাচী তাকে জানান, এ টাকা দিয়ে তার পিতা ও ভাই অন্য ব্যবসা করবেন।

যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে গত ১৫ জানুয়ারি আসামিরা তাকে মারপিট করে সবকিছু রেখে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত