যশোরে যৌতুকের দাবিতে মেয়ে ও মাকে মারপিটের ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে আদালতের দায়ের করা পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড হয়েছে। সদর উপজেলার চান্দুটিয়া বাটিয়াটোলা গ্রামের মশিয়ার বিশ্বাসের মেয়ে লাবনী খাতুন (২৭) মামলাটি করেন।
আসামিরা হলো, সদর উপজেলার তীরেরহাট গ্রামের জাহিদুল ইসলাম (৩০), তার পিতা আব্দুর রহিম মৃধা (৫৫) ও মা আসমা বেগম (৪৫)।
এজাহারে লাবনী খাতুন উল্লেখ করেছেন, ২০১৩ সালের ১৯ এপ্রিল জাহিদুলের সাথে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনের তাদের দুইটি মেয়ে আছে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য নানাভাবে চাপ দিতে থাকে তার স্বামীসহ শ্বশুর ও শাশুড়ি। চলতি বছরের ১০ নভেম্বর সকালে ইজিবাইক কেনার জন্য আড়াই লাখ টাকা দিতে হবে বলে চাপাচাপি করতে থাকে। তাকে মারপিটের হুমকি দেয়। বিষয়টি শুনতে পেরে তার মা ফাতেমা বেগম সেখানে যায়। বিষয়টি জানার চেষ্টা করলে আসামিরা তাদের ওপর রাগান্বিত হয়। সে সময় একটি দা দিয়ে তাদের কোপ মারতে গেলে তার মা ঠিকিয়ে দেয়। কিন্তু দায়ের কোপ তা বুকে লেগে স্তন কেটে যায়। সে সময় আরো মারপিট করে। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে এবং হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতাল থেকে ফিরে কোতয়ালি থানায় যান অভিযোগ দিতে। সেখানে পুলিশের পরামর্শে তারা আদালতে পিটিশন দাখিল করেন। পরে গত বুধবার রাতে মামলাটি রেকর্ড হয়।