আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - দুপুর ১:২০

যশোরে সড়ক দুর্ঘটনায় আহত মানসিক ভারসাম্যহীন মায়ের পাশে উষার আলো ফাউন্ডেশন

বিশেষ প্রতিনিধিঃ যশোরে সড়ক দূর্ঘটনায় পড়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন মায়ের পাশে দাঁড়ালো ঝিকরগাছার উষার আলো ফাউন্ডেশনের সদস্যরা।
ফাউন্ডেশনের সদস্যরা জানান, গতকাল শনিবার অঙ্গাত এক নারী যশোর জেলার ঝিকরগাছা উপজেলাধীন ২নং মাগুরা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড মোহাম্মদপুর মোড় হইতে যশোর ধর্মতলা রোডে একটি মোটরসাইকেলের সাথে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় নাজমুন নাহার এর ডান পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয় ঘটনা স্থানে অনেকে আসলেও তাকে সাহায্যে করার মতো কেউ এগিয়ে আসেনি।
রাত পেরিয়ে সকাল ৮ ঘটিকায় মাহাবুব নামে একটি ছেলে ঊষার আলো ফাউন্ডেশন এর ভারপ্রাপ্ত সভাপতি বিএম সাগর হোসাইন এর কাছে ফোন দেন। ফোন পেয়ে বিএম সাগর হোসাইন ঊষার আলো ফাউন্ডেশনের কার্যকরী সদস্য মোঃ আশিকুর রহমান তুহিন, সিরাজুল ইসলাম, ইমরান, রমজান, আরিফুল ইসলাম সহ একটি টিম ঘটনা স্থান পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সাহায্য নিয়ে ইজিবাইকে উঠিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ইমারজেন্সি তে ভর্তি করেন।
কর্মরত চিকিৎসক ভর্তি করেন এবং জানান তার ডান পাশের পা ভেঙে গিয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়েছেন। ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি মোঃ ইসরাইল হোসেন ও শাহারিয়ার হোসেন মাসুম। পরে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী মোঃ ইসরাইল হোসেনের নির্দেশে ফাউন্ডেশনের সদস্যরা গতকাল প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
অতপর পা ভাঙা রিপোর্ট আসলে তাকে আজ রবিবার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ওই ভারসাম্যহীন রোগীর সার্বিক চিকিৎসার খরচ সংগঠনটি বহন করে।
এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি বিএম সাগর হোসাইন, সিরাজুল ইসলাম, রমজান আলী,আশিকুর রহমান, ইমরান সহ আরো অনেকে। এদিকে গত বছরের ২০ মার্চ থেকে সংগঠনটি নানা ভাবে এলাকায় অসহায় মানুষদের জন্য সেবামূলক কাজ করে মানবতার পরিচয় তুলে ধরেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত