আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৬:৩৮

যশোরে হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা- একলাফে ৭০০!

স্টাফ রিপোর্টার।।     যশোরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, নতুন করে আরো ৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় ৭০০ জনের শরীরে করোনার অস্তিত্ব মিললো। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় এ জেলার ১২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৮টি নমুনার রেজাল্ট পজেটিভ আসে। এছাড়া মাগুরার ৭৭টি নমুনা পরীক্ষা করে ২১ ও সাতক্ষীরার ৬২টি নমুনা পরীক্ষা করে ১৩টি নমুনাতে কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে।

অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৭২ জনের করোনা পজেটিভ এবং ১৯৪ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার এই তথ্য নিশ্চিত করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত