আজ - মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৭:৫৭

যশোরে হোম কোয়ারেন্টাইনে ২৪শ’ ৫১ জন

স্টাফ রিপোর্টার।। যশোরে ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে রোগীর সংখ্যা ৩৬ জন। আর গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ২৪৫১ জন। জেলার সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার অভায়নগরে ৮ জন, চৌগাছায় ১ জন, সদরে ৩ জন, কেশবপুরে ৪ জন ও মণিরামপুরে ৪ জন ও শার্শায় ২৪ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৪৫১ জন। এখনও করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের রোগী পাওয়া যায়নি। তারপরেও বিদেশ ফেরতদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিদেশ থেকে আসার পর তারা ১৪ দিন বাইরে ঘোরাফেরা করতে পারবেন না। সরকারি নিন্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান সিভিল সার্জন শেখ আবু শাহীন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত