আজ - মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৫:১৬

যশোরে ১৪ টাকার মালামাল ডাকাতির ঘটনায় মামলা।

যশোর সদর উপজেলার ঝাউদিয়া উত্তরপাড়ায় একটি বাড়িতে বন্ধু পরিচয়ে ঢুকে কৌশলে ড্রয়ার থেকে নগদ টাকা ও সোনার গহনাসহ ১৪ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নেয়ার ঘটনার প্রায় একমাস পর কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের শফিয়ার মন্ডলের ছেলে ইসলাম হোসেন (৪২) অজ্ঞাত এক ব্যক্তির বিরুদ্ধে মামলাটি করেন।

ইসলাম হোসেন এজাহারে উল্লেখ করেছেন, গত ৫ ফেব্রুয়ারি বেলা ১টার দিকে একজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেল বাইরে রেখে তার বাড়ির মধ্যে ঢোকে এবং নিজেকে তার (ইসলাম হোসেনের) বন্ধু পরিচয় দেয়। নাম জানায় মিলন। বয়স ৪০ থেকে ৪২ বছরের মধ্যে হবে। সে বিদেশে ছিলো। সে কারনে ইসলামের সাথে দেখা করতে আসে। ইসলামের মোবাইল নম্বরের শেষের দুইটি নম্বর দেখায় তার স্ত্রী মাছুরা (৩৮) ও মা জোহরা বেগমকে (৬০)। তারা প্রাথমিকভাবে তাকে বিশ্বাস করে এবং স্বামীর বন্ধু বলে তাকে অপ্যায়ন করে। মিলন পেঁপে খাইতে চাইলে তাকে ঘরে বসানো হয়। কিছু সময় সে ঘরে একা ছিলো। তার স্ত্রী ও মা ঘরের বাইরে কাজ করছিলেন। বেলা দেড়টার  দিকে তার স্ত্রী ঘরে এসে দেখে মিলন নেই, বাইরে চলে গেছে।  বেলা তিনটার দিকে তিনি বাড়িতে ফিরলে তার স্ত্রী তাকে মিলনের কথা জানায়। কিন্তু তিনি চিনতে পারেননি। পরে তার স্ত্রী লক্ষ্য করে ঘরের ওয়্যারড্রবের মুখ হাল্কা খোলা। পরে পুরোপুরি খুলে দেখেন সেখানে রাখা নগদ ১৩ লাখ টাকা ও ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের একটি সোনার নেকলেস নেই। অজ্ঞাত ওই ব্যক্তি চুরি করে নিয়ে গেছে। পরে বিষয়টি নিয়ে তিনি থানায় অভিযোগ দেন। এরপর পুলিশ ঘটনার প্রায় একমাস পর গত রোববার মামলাটি রেকর্ড করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত