আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:১৩

যশোরে ২৪ ঘন্টায় নতুন কেউ আক্রান্ত হয়নি৷

স্টাফ রিপোর্টার।। গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন কোন করোনা রোগী শনাক্ত হয়নি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে যশোর থেকে পাঠানো ৪১ টি নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন।

শুক্রবার তিনি জানান, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে এখন খুলনা মেডিকেল কলেজে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরের ৪১ টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। এর আগের দিন ২৭টি নমুনার মধ্যে একটি নমুনা পজেটিভ আসে।

এর আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আশঙ্কাজনকহারে যশোরে করোনা রোগী শনাক্ত হয়। যাদের অধিকাংশের শরীরে কোন উপসর্গ নেই। সব মিলে এখন যশোরে করোনা রোগীর সংখ্যা ৫৬ জন।

আরো সংবাদ